Uncategorized

নতুন বইপ্রকাশের সংবাদ

নতুন বইপ্রকাশের সংবাদ ইলমপিপাসুদের জন্য বেশ খুশির বিষয় বটে! কারণ নতুন বইপ্রকাশ মানে নতুন কিছুর আগমন আত্মার খোরাক নিয়ে! হ্যাঁ, রুহামা পরিবারের পক্ষ থেকে নতুন বছরে আসছে নতুন কিছু উপহার! ইনশাআল্লাহ, শীঘ্রই প্রকাশ হয়ে আসছে

🔘ড. উমর সুলাইমান আল-আশকারের ‘মৃত্যু থেকে মহাপ্রলয়’, ‘মহাপ্রলয় থেকে অনন্ত জীবন’;
🔘আব্দুল হক বিন আব্দুর রহমান আল-ইশবিলি রহ.-এর ‘জীবনের ওপারে’;
🔘মুহাম্মাদ আহমাদ ইসমাইল আল-মুকাদ্দিম রহ.-এর ‘উচ্চ মনোবল – পৌঁছে দেয় সাফল্যের শিখরে’,
🔘শাইখ খালিদ আর-রাশিদের বয়ান সংকলন ‘ইমানদীপ্ত আহ্বান’।
নতুন এই উপহারের লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন রুহামার পেইজে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *