A good publication. This publication do their best to reduce the price of their published books.
সম্ভাবনাময় প্রকাশনী। এরই মধ্যে চমৎকার কিছু কিতাব ভাইয়েরা প্রকাশ করেছেন। খুব যত্নের সাথে বইগুলো প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ্।
ইন শা আল্লাহ, আরো অনেক মূল্যবান বই ভাইদের কাছ থেকে আমরা উপহার পাবো। অপেক্ষায় রইলাম...
রুহামা পাবলিকেশনের বই গুলো বেশ সুন্দর, বই দেখেই বুঝা যায় যে তাদের রুচি বেশ উন্নত, দুয়া করি আল্লাহ তাদের কাজে বরকত দান করুন, আমাদের আরো উত্তম কিছু উপহার দেয়ার তাওফিক দান করুন।আমীন।
রুহামাকে ভালো বাসি বললে কম বলা হবে। কারণ রুহামাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। রুহামাকে তিন শব্দে প্রকাশ করবো :এক. মানসম্মত বিষয় বাছাই।
দুই. সুন্দর-সাবলীল অনুবাদ।
তিন. উম্মাহর জন্য দরদ।
ভাইদের আচরণ, ব্যবহার, কাজ সবকিছু আন্তরিক ও মুগ্ধ করার মত। সবকিছুতে রুচিশীলতার পরিচয় পাওয়া যায়। তবে বইয়ের দাম তুলনামূলক একটু বেশি মনে হয়। যদিও বিষয়বস্তু হিসেবে দাম পারফেক্ট, তাও দাম কম হলে আরো বেশি মানুষ পড়তে পারবে। ইনশাআল্লাহ। আশা করি, কর্তৃপক্ষ তাদের বইয়ের দামের ব্যাপারটা ভেবে দেখবেন।